মেহেরপুর টু মুজিবনগর প্রধান সড়কে পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির দোকান
মুজিবনগর থেকে মোঃ জাহিদ হাসান
মুজিবনগরে প্রধান সড়কের পাশেই ফুটপথে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রমরমিয়ে মুরগির ও মুরগির মাংসের ব্যবসা
যখন মুজিবনগর এর উন্নয়নের ধারায় ঠিক তখনি মুজিবনগরের প্রধান সড়ক কেদারগঞ্জ বাজারে বেহাল দশা পরিবেশের
স্বাস্থ্য উপজিগি বেমুখ হয়ে দাঁড়াছে পরিবেশের এই অসাস্থ্যকর পরিবেশ নিয়ে কথা বলা হয় কিছু সাধারণ মানুষের সাথে।
শোনা যায় এই অস্বাস্থ্য কর পরিবেশে তাদের সমস্যার কথা
তারা বলেন মুরগির দোকানগুলো থেকে দুর্গন্ধ আসে যা খোলামেলা পরিবেশের জন্য ক্ষতিকর এবং চলাফেরা করতেও সমস্যা হয়। এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান উন্মুক্ত স্থানে মুরগির দোকান গুলো হাওয়াই দুর্গন্ধ ছাড়াই বেশি
যে মুরগি ও মুরগির মাংস ক্রয়-বিক্রয়ের দোকান গুলো থাকার কথা মাংসের বাজারে ভিতরে
সে গুল প্রধান সড়কের পাশে তাতে হচ্ছে পরিবেশ দূষণ ও চলাচলের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের ।
মুজিবনগর উপজেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এই অস্বাস্থ্যকর পরিবেশের দিকে এটু দ্রিটি দেওয়ার জন্যে আহ্বান করছি
মুজিবনগর থেকে
মোঃ জাহিদ হাসান
Tags:
মুজিবনগর