মেহেরপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী মেহেরপুরে  মুজিরনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন। আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী  বলেছেন বঙ্গবন্ধুর স্বপপ্ন বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে। সুখী সমৃদ্ধশালী অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। রাষ্ট্রের  তিন স্তম্ভ বিভাগ আইন বিভাগ এবং প্রশাসন বিভাগ সমন্বয়ে এদেশকে এগিয়ে নিতে হবে।  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বুধবার সকাল সাগে ১১ টার সময়  মেহেরপুরের মুজিবনগরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ কালে এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা আদালতে আসামীর স্বীকারোক্তি ১৬৪ জবানবন্দিও নথি ফাঁস এবং এবং উচ্চ আদালতের নির্দেশ সত্তেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়গুলো  নিয়ম অনুযায়ী আদালতের কাছে আসলে আদালত বিষয়গুলো দেখবে।

 এসময় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. গাইফুর রহমান, মেহেরপুর জেলঅ প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পরিষদের এ্যাড, আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার এনচার্জ মেহেদী রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে  বিচারপতি মেহেরপুর সার্কিট হাউজে পৌছালে মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,এ্যাড. মিয়াজান আলী, এ্যাড. মারুফ আহম্মেদ বিজনসহ স্থানীয় নেতৃবৃন্দ  অতিথিকে ফুল দিয়ে  বরণ করে নেন। 

 



Post a Comment

Previous Post Next Post