গাংনীতে নাশকতা মামলার সন্দেহভাজন আসামী যুবদল নেতা জাহিদ আটক
আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম (৪০) কে আটক করেছে পুলিশ। আটক জাহিদ গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত মেছের আলীর ছেলে ।বুধবার বিকেলের দিকে গাংনী থানা পুলিশের একটি দল বামন্দী বাজারে অভিযান চালিয়ে জাহিদকে আটক করে।
গাংনী থানা সূত্র জানায়, গাংনী থানার এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজার থেকে জাহিদকে আটক করে। জাহিদকে নাশকতার মামলায় আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। গত ২৮ নভেম্বর রাতে গাংনী শহরে ছাত্রলীগের মিছিলের সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেে ৩টি ককটেল উদ্ধার করা করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা আসামী হিসাবে জাহিদকে আটক করা হয়েছে।
এই মিথ্যা মামলায় আটককে আওয়ামীলীগের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা । ১০ তারিখের আন্দোলনকে বানচাল করতে জুলুম নির্যাতন করার অংশ হিসাবে করেছেন গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু।