ছবি : আমিরুল ইসলাম অল্ডাম
স্টাফরিপোটার ঃ মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুিষ্ঠত হয়েছে।আজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম প্রমুখ্ ।
এসময় আরও উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা জেপিরসভাপতি আব্দুল হালিম, গাংনী থানার তদন্ত কর্মকর্তা রণজিত কুমার নন্দী,গাংনী উপজো মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মুন্তাজ আলী,গাংনী র্যাব-৬ ক্যাম্পের ডিএডি হুমায়ুন আহম্মেদ,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মজিরুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা শফি কামাল পলাশ, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধীক উপ কমিটি গঠন করা হয়েছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, দিবসের প্রারম্ভে ৩১বার তোপধ্বনি,সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোক সজ্জা, সর্বোপরি বিকেলে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানেবিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।