ছবি: আমিরুল ইসলাম অল্ডাম
জন প্রশাসন প্রতিমন্ত্রীর মেহেরপুরে জেলা পরিষদের রেষ্ট হাউজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরে জেলা পরিষদের ৪ তলা বিশিস্ট রেষ্ট হাউজ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে ৪ তলা বিশিষ্ট রেষ্ট হাউজ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করেন।
এসময় সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, ইমতিয়াজ হোসেন মিরন, শাহানা ইসলাম শান্তনা, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন করেন। পরে বিশেষ মোনাজাত রা হয়। এসময় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।