গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজে বিজয় দিবস পালনে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরুল ইসলাম অল্ডাম :  মেহেরপুরের গাংনীতে সূর্যোদয় স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস পালনে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার দিনব্যাপী গাংনীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর মুক্তমঞ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ,গান এবং সমাজ সচেতনতার লক্ষ্যে নাটক সেকাল-একাল মঞ্চস্থ হয়। 

গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আজকের সূর্যোদয় পত্রিকার উপদেষ্টা পর্ষদের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।  

 গাংনী অনুষ্ঠানটি সূর্যোদয় পত্রিকার উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব শফি কামাল পলাশের  সার্বিক ব্যবস্থাপনা, নির্দেশনা ও পরিচালনায় এবং সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগীর উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এর আগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষা মেলায় নানা স্টল সজ্জিত করা হয়। মধ্যাহ্ন ভোজের পরে বিদ্যালয়ের কচি কাচা সোনামনি ও তাদের অভিভাবক মন্ডলী  নাচ গান উপভোগ করেন।   


     

আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর 


Post a Comment

Previous Post Next Post