কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা দেশে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া



বিশ্বকাপ ফুটবল

Kbdnews das : কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা দেশে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে শহর-বন্দর-গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে উচ্চ স্থাপনায় প্রিয় দল বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পতাকা উত্তোলন করা হয়েছেবিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে বেশি উন্মাদনা দেখা গেছে ফেসবুকেও দুই দলের সমর্থকরা সপক্ষে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন খেলা নিয়ে তরুণ-তরুণী শিশু-কিশোরদের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে সম্পর্কে ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশাল: ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর শোভাযাত্রা করেন সমর্থকরা শনিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বের করা শোভাযাত্রায় দলের সমর্থনে স্লোগান দেওয়াসহ বিশ্বকাপের থিম সং ভেঁপু বাজানো হয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়

সময় সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিল। ব্রাজিলের সমর্থক মারুফ হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থন করি

ব্রাজিলের জয় প্রত্যাশা করে আমরা শোভাযাত্রার আয়োজন করেছি। এতে সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহামুদুল হাসান চিশতি বলেন, ফেসবুক গ্রুপব্রাজিল সাপোর্টার্স অব বরিশালমোটর শোভাযাত্রা মিলনমেলার আয়োজন করেছে। আমাদের প্রত্যাশা-এবার বিশ্বকাপ ব্রাজিল জিতবে। কবির হোসেন বলেন, আর্জেন্টিনাও ভালো দল। তবে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা টিকবে না

ফরিদপুর: ফরিদপুর পৌর সদরের মাঠে কাতারের আট স্টেডিয়ামের আদলে আটটি প্রতীকী স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়া মাঠের চারদিকে ৩২টি দলের পতাকা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এখানে বড় পর্দায় বিশ্বকাপের সব খেলা দেখানো হবে। দূরদূরান্ত থেকে খেলা দেখতে আসা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিয়ে এলাকায় বেশ সাড়া পড়েছে

ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পৌর সদরের ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা কাতার প্রবাসী মাসুদুর রহমান। তিনি বলেন, আমি আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনা মেসির প্রতি ভালোবাসা এবং ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকে আমার এমন আয়োজন

মাগুরা: আর্জেন্টিনার সমর্থকরা মাগুরায় হাতি ৫০০ মিটার দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে। শহরের জামরুল তলা থেকে বের হওয়া শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার সমর্থক ভুভুজেলা বাজিয়ে, জার্সি পরে পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। আয়োজক মীর সুমনসহ সমর্থকরা আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন

চাঁদপুর: ব্রাজিল-আর্জেন্টিনা নয়-সবাই কাতারের সাপোর্টার। তাই কাতারের সাফল্য কামনায় ৫০০ ফুট লম্বা কাতারের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা চাঁদপুরের একটি গ্রামের কাতার প্রবাসীরা

শনিবার শাহরাস্তির উপজেলা চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের কাতার প্রবাসীদের উদ্যোগে শোভাযাত্রা করা হয়। উঘারিয়া গ্রামের মহসিন দেওয়ান, ইদ্রিস দেওয়ান, আরমান হোসেনসহ বেশ কয়েকজন জানান, মূলত কাতারকে ভালো লাগার কারণ হলো-আমাদের গ্রামের অধিকাংশ মানুষই কাতার প্রবাসী। এবার ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে

তাই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয় আমরা কাতারকে সমর্থন করছি। আশা করছি-কাতার খুব ভালো খেলা উপহার দেবে

সাতক্ষীরা: শনিবার তালা উপজেলা সদরে আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। শুক্রবার ব্রাজিল সমর্থকরা ৫০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেন। আর্জেন্টিনার সমর্থক হাবিবুর রহমান বলেন, প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছেন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা

 (নীলফামারী)প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রঙে নিজের আবাসস্থল সাজিয়েছেন এক যুবক। নীল-সাদার সংমিশ্রণে ডোমার উপজেলার বাবু ইসলাম তার বাড়ি সাজিয়েছেন। বাবুর টিনের বাড়ি গোটা এলাকায়আর্জেন্টিনা বাড়িহিসাবে পরিচিতি লাভ করেছে

পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি ঢুষাপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে সংলগ্নআর্জেন্টিনা বাড়িবাড়ির প্রধান দরজা বসতঘরের টিনে নীল-সাদা রং দিয়ে আর্জেন্টিনার পতাকা আঁকানো হয়েছে। এমন আবেগের জন্য বিভিন্ন মহল থেকে ট্রাক্টর চালক বাবুকে প্রশংসা করা হচ্ছে

ফরিদগঞ্জ ): নিজের চৌচালা টিনের ঘর আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন ফরিদগঞ্জের আবদুর রহমান ভান্টি। মেসির ছবি এঁকে এলাকায় তিনি সাড়া ফেলেছেন। বাড়িটি এখনআর্জেন্টিনা বাড়িবলে পরিচিত। প্রতিদিন দলে দলে লোকজন তা দেখতে আসছেন

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের রঙমিস্ত্রি ভান্টি টিনশেড ঘরের বেড়া আর্জেন্টিনার পতাকা আদলে রং করেছেন। মেসি, বাংলাদেশের পতাকা নিজের ছবিও এঁকেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবং স্থানীয়দের রসাত্মক আলোচনা চলছে। ভান্টি বলেন, ফুটবলের জাদুকর ম্যারাডোনার নাম বাবার মুখে শুনেছি। সে থেকে অনলাইনে নিয়মিত ম্যারাডোনার পুরোনো খেলাগুলো দেখি এবং আর্জেন্টিনার ভক্ত হয়ে পড়ি। মেসিরও ভক্ত আমি

 (পাবনা): নিজের ভ্যানে আর্জেন্টিনার পতাকা এঁকে এলাকায় সাড়া ফেলেছেন ভ্যানচালক রবিউল ইসলাম। আর্জেন্টিনার কট্টর সমর্থক রবিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামের মোসলেম খানের ছেলে। নিজের হাতে রবিউল প্রিয় দল আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। এজন্য দুদিনের উপার্জন ৮০০ টাকা তিনি ব্যয় করেন

 

 


Post a Comment

Previous Post Next Post