মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে ভূট্টা ক্ষেত থেকে জনিরউদ্দীন ওরফে জগত আলী (৫৫) নামের একজন কৃষকের লাশ উদ্ধারের ২ দিন নিহতের স্ত্রী ৩ জন আসামীর নামে ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।নিহত জগত আলীর হত্যার সাথে জড়িত সন্দেহে বড় ভাই মৃত আব্দুর রহমানের দু’ছেলে গাফ্ফার আলী ও জুব্বার আলী ও রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আইনউদ্দীনের ছেলে ফেরেজুল ইসলাম কে আসামী ও আরও কয়েকজনকে সন্দেহভাজন আসামী করে গাংনী থানায় মামলা করেছে জগত আলীর স্ত্রী হালিমা খাতুন হত্যা মামলা দায়ের করেছেন। যার নং-২ তাং ০১-১১-২২ ইং । আজ মঙ্গলবার দুপুরের দিকে হালিমা খাতুন মামলা করেছেন বলে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জগত আলী একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত ওমেদ আলী বিশ^াসের ছেলে। ৩ সন্তানের জনক জগত আলী পেশায় একজন আমীন (জমি জরিপকারী)।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে গজারিয়া হেমায়েতপুর ঝোপের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
জমিজমা নিয়ে জগত আলীর সাথে বড় ভাই মৃত আব্দুর রহমানের দু’ছেলে গাফ্ফার আলী ও জুব্বার আলীর সাথে কয়েক মাস যাবত দ্বন্দ্ব চলছিল। জগত আলী শরিকানা ১০ শতক বোনের জমি ক্রয় করে। ওই জমি বড় ভাইয়ের দু’ছেলে গাফ্ফার ও জুব্বার দখল করার জন্য বেশ কয়েকবার বাকবিতন্ডা করে। জগত আলী ওই জমিতে এবার ভূট্টা চাষ করেছিল। কিন্তু জমি দখলের জন্য বড় ভাইয়ের দু’ছেলে একই জমিতে শরিষা বপন করে। এ দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তার চোখে ,মাথায় সহ সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ওসি আব্দুর রাজ্জাক আরও জানান,উদ্ধারকৃত লাশের চোখে ও মাথায় কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।
Tags:
‘মেহেরপুর