মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণআইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এমপি সাহিদুজ্জামান খোকন মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ। মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) এর সভাপতি আব্দুল হালিম,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, সেক্রেটারী রফিকুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক । সেমিনারের শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে পরে ধারা অনুযায়ী অপরাধের শাস্তি সম্পর্কে ধারণা উপস্থাপন করা হয়। এছাড়াও সেমিনারে সরকারী কর্মকর্তাদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার আরসাদ আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান, সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম , যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বাজার কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমিরুল ইসলাম অল্ডাম

Post a Comment

Previous Post Next Post