(শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরার টিঅ্যান্ডটি মোড়ে জমি সংক্রান্ত বিরোধে আবু ফকির ও মামুন ফকির গ্রুপের সঙ্গে গাজী ফকির ও ইসাহাক ফকির গ্রুপের সংঘর্ষে হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে অন্তত ৬০ থেকে ৭০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়i
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরার টিঅ্যান্ডটি মোড়ের হরিয়াশা এলাকার স্থানীয় আবু ফকির ও ইসাহাক ফকিরের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে এরআগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে সালিশ বৈঠকে স্থানীয় আবু ফকির ও মামুন ফকির গ্রুপের সঙ্গে ইসাহাক ফকির ও গাজী ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোটা ও ছেনদা-রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ৬০ থেকে ৭০টি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। সংঘর্ষে হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্য অন্তত উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।