মেহেরপুরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 


                                                    ছবি: আমিরুল ইসলাম অল্ডাম

মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সুজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গীবাদ,মাদকাসক্তি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো, জামিরুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক  সাইদুর রহমান,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী  সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।  

 

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post