মেহেরপুরে স্বস্তির বৃষ্টি হলেও বজ্রাপাতে কেড়ে নিল ২ কৃষকের প্রান
মেহেরপুর স্টাফরিপোটার ঃ মেহেরপুরে অনেক দিন পর স্বস্তির বৃষ্টি হরৈও বজ্রপাতে কেড়ে নিল ২ জন কৃষকের প্রান। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শোলমারী গ্রামে বজ্রপাতের ঘটনায় ২ জন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার শোলমারী গ্রামের বাসিন্দা দোয়াত আলীর ছেলে কৃষক ছোট খোকন (৬২) ও আব্দুস সামাদের ছেলে কৃষক শাহ আলম (৪০)।
শুক্রবার দৃুপুর ২ টার দিকে দিকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনায় নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন সময়ে বিকট শব্দে বজ্রপাতের ঘটে। কৃষকরা মাঠে কাজ করছিলেন। এসময় আকস্মিক ভাবে বজ্র বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জানান, শুক্রবার সকালে ভারতের সীমান্তবর্তী নুয়ার মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্র বৃষ্টি শুরু হলে তারা মারা যায়।