মেহেরপুরের গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে মাংস বিক্রেতাকে জরিমানা

 


মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে আব্দুল হামিদ নামের এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  আব্দুল হামিদ নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

 রবিবার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাংস বিক্রেতা আব্দূল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা  করা হয়। 

ভ্রাম্যমান পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম। 

 ভ্রাম্যমান আদঅলত সূত্র জানায়, নওয়াপাড়া বাজারের মাংস বিক্রেতা আব্দূর হামিদ মেহেরপুর সদর উপজেলা ভবানীপুৃর  গ্রাম থেকে একটি অসুস্থ গরু ক্রয় করে এনে ঐ গরুটি জবেহ করে মাংস বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আব্দুল হামিদ তার দোষ স্বীকার করায় পশু জবেহ ও মাংস বিক্রি নিয়ন্ত্রন আইন ২০১১ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 




Post a Comment

Previous Post Next Post