মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের কালীগাংনী কলোনীপাড়ার প্রধান সড়কে দ্রæতগামী দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর জখম হয়েছে। আহতরা হলো, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসরামের ছেলে তহিরুল ইসলাম (২৬) জানবার আলীর ছেলে আসকারুল হক (২৫) ও কালীগাংনী গ্রামের মন্টুর ছেলে হৃদয় হোসেন (২২) সোমবার সকালে কালীগাংনী কলোনীপাড়া সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহতের ঘটনা ঘটে।
সোমবার সকাল ৯ টার দিকে নওপাড়া কালীগাংনী কলোনীপাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পথিমধ্যে দুজন মোটনসাইকেল চালক তাদের নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে আশকারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও হৃদয়কে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এব্যাপারে মেহেরপুর সদর থানা ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।