মুজিবনগরে আবারো প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৬ পরিবার
মুজিবনগর থেকে মোঃ জাহিদ হাসান :
মুজিবনগরে ৩য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬ টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন গৃহ দিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন এবং আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ এই ঘরের চাবি ওইসব পরিবারকে দেয়া হবে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে এ সংবাদ সম্মেলন থেকে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার জানান,প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সব এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নে ইতিমধ্যে ২৭ টি পরিবারের মাঝে জমি ও ঘর দেয়া হয়েছে। ৩য় ধাপের ২য় পর্যায়ে আরো ৬ টি নতুন পরিবারকে জমিসহ গৃহ উপহার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান ,উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, সমাজসেবা অফিসার আব্দুর রবসহ মুজিবনগরে কর্মরত সকল সংবাদ কর্মিরা।
মুজিবনগর থেকে
মোঃ জাহিদ হাসান
Tags:
মেহেরপুর