মেহেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত



 মেহেরপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত 

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরে গাংনীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার  সকাল সাড়ে ১১ টার সময় গাংনী  উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 গাংনী উপজেলা কৃণি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। 

 সেমিনারে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। 

অনুষ্ঠানের শুরুতেই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক  কৃষিবিদ সামছুল আলম।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানার সঞ্চালনায়- প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তির সাথে আমাদের কৃষকদের মানিয়ে নিতে হবে। মোবাইর ফোনের মাধ্যমে আমাদের  প্রতিদিনের তথ্য সম্পর্কে জানতে হবে। আবহাওয়া, ঝড়-বৃষ্টি, বজ্রপাত  সম্পর্কে আগে থেকেই খোজ খবর রাখতে হবে। নইলে আমাদের উৎপাদিত ফসল ঠিকমত ঘওে তুলতে পারবো না।  

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য) এ কে এম কামরুজ্জামান।, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার শহিদুর রহমান, মেহেরপুর -২ গাংনী আসনের মাননীয় এমপি মহোদয়ের প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।   

 অনুষ্ঠানে এসময় কৃষি উপ-সহকারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ,৫০ জন কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।


  

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post