মেহেরপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা

 


মেহেরপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতেহার ঘোষণা

 

মেহেরপুর পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ শনিবার আজন দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইশতেহার ঘোষণার আগে তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ম অনুযায়ী ৫টির উপর নির্বাচনী অফিস করার কোনো সুযোগ নেই কিন্তু, আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান ৫০টির অধিক নির্বাচনী অফিস করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন

ছাড়া তিনি তার সমর্থিত লোকজন আমার স্টিকারের ওপর স্টিকার মারছেন। পোস্টার ছিড়ে দিচ্ছেন। নির্বাচন আচরণ বিধি ভেঙ্গে পথ সভা করছেন। আমার কর্মীরা রাস্তায় বেরোলে তাদের ছবি তুলে দেখে নেবার হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঁচের অধিক লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি

এরপর ঐতিহাসিক গড় পুকুর উদ্ধার, অসচ্ছল পিতা-মাতার কন্যাদের বিবাহের জন্য  বিবাহ উপহার কার্ড প্রদান, নারীদের সাবলম্বী করতে নারী উদ্যোক্তা ডেস্ক চালু, পৌর কর্মচারীদের বকেয়া বেতনসহ নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা করাসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি

Post a Comment

Previous Post Next Post