মুজিবনগরে অবৈধ মাটিবাহী ট্রাক্টর ট্রলির ধাক্কা মামা-ভাগ্নে আহত

মুজিবনগর থেকে  মোঃ জাহিদ হাসান : মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ-নাজিরাকোনা সড়কে অবৈধ মাটিববাহী ট্রাক্টর ট্রলির ধাক্কায় সামিউল ইসলাম(১৮)ও তার ভাগ্নে সাহাজাহান (৪) আহত হয়েছে। এদের মধ্যে সামিউলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,কেদারগন্জ নাজিরাকোনা রোডে প্রধান রাস্তার পাশে মানিকনগর গ্রামের আশিকের কৃষি জমিতে কয়েক দিন ধরে এক্সকেভেটর দিয়ে ছোট পুকুর কাটছিলো মোনাখালি গ্রামের কাদা মালিথার ছেলে আহম্মদ মালিথা। ওই মাটি ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। ঘটনার সময় নাজিরাকোনা গ্রামের হাফিজুলের ছেলে সামিউল তার ভাগ্নে শাহাজাহানকে নিয়ে তার বোন জামাই এর বাড়ি বিশ্বনাথপুরের দিকে যাচ্ছিলো। এ সময় মাটিবাহী ট্রাক্টরে সাথে ধাক্কা লেগে দুজনই পিচ রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয় সামিউল ।পথচারিরা আহত দুজনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় সামিউলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।ভাগ্নে শাহাজাহান এর অবস্থা গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মাটি কাটার কাজ বন্ধ করে ট্রাক্টরটি জব্দ করার চেষ্টা চলছে।



Post a Comment

Previous Post Next Post