মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল

  


মেহেরপুর পৌরসভা ও ইউপি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল  

মেহেরপুর জেলা প্রতিনিধি  ঃ আসন্ন মেহেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থিরা তাদেও প্রার্থিতা ফিরে পেতে আপিল বরেছেন।একই সাথে পৌরসার মেয়র প্রার্থী মোতাসিম বিল্লাহ মতু ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরযল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে পৌরসভার মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন আপিল করেছেন। 

রবিবার আপিলের শেষ দিন পর্যন্ত এ সকল প্রার্থীরা আপিল করেন। মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোতাসিম বিল্লাহ মতু হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে আপিল করেছেন বর্তমান আওয়ামীলীগের  মেয়র প্রার্থী  মাহফুজুর রহমান রিটন। একই সাথে ঋণ খেলাপীর অভিযোগ এনে মেহেরপুর পৌরসভার ১ নং কাউন্সিলর প্রার্থী মনিরুল ইসলাম, ২ নং মহিলা কাউন্সিলর প্রার্থী পলি খাতুন,২ নং ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান জনি, ৪ নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী ফাহাগ আলী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আক্তারূল ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রথর্িী ইুলিয়াস হোসেন,মনিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  নাজমূল হাসান, তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন।

 এদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আকরামুল আজিম তার প্রার্থীতা ফিওে পেতে আপিল করেছেন। আগামী ৩ দিনের মধ্যে আপিলের শুনানী শেষে রায় ঘোষনা করা  হবে বলে জানা গেছে।  



Post a Comment

Previous Post Next Post