ময়ূর নদী দুরগন্ধ মুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন।

 


ময়ূর নদী দুরগন্ধ মুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন।

বিGg ivwKe nvmvb   Lzjbv বুরো ঃ আমরা খুলনাবাসী আমাদের জোর দাবি অবিলম্বে নদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মৃত্যুমুখে পতিত হবে এককালের খরস্রোতা নদটি।

 ময়ূর নদের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এই নদকে টিকিয়ে রেখে মিষ্টি পানির আধার গড়ে তুলতে হবে।

অন্তত ৫০ ফুট পরপর নদের সীমানা নির্ধারণী খুঁটি স্থাপন করতে হবে । সি এস খতিয়ান অনুযায়ী দখলদারদের তালিকা তৈরি ও উচ্ছেদ করতে হবে। আবর্জনা পরিষ্কার করতে হবে ।

 দূষণের উৎসমুখ চিহ্নিত করতে হবে । পয়োবর্জ্য এবং কঠিন বর্জ্য নদীতে ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

 খুলনা নগরের বিভিন্ন ড্রেনের বর্জ্য এই নদে ফেলার আগে অবশ্যই পরিশোধন করে নিতে হবে।  নদে স্বাভাবিক জোয়ার-ভাটা চালুর ব্যবস্থা করতে হবে। নদের দুইপাশে বনায়নের মাধ্যমে নগরীর মনোরম পরিবেশ সৃষ্টি করতে হবে।গল্লামারী সেতুর উচ্চতা বৃদ্ধি করতে হবে।উপরোক্ত যৌক্তিক দাবির সমর্থনে বৃহত্তর  আমরা খুলনাবাসী।আমরা খুলনাবাসী আমাদের জোর দাবি অবিলম্বে নদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মৃত্যুমুখে পতিত হবে এককালের খরস্রোতা নদটি।

 ময়ূর নদের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এই নদকে টিকিয়ে রেখে মিষ্টি পানির আধার গড়ে তুলতে হবে।

অন্তত ৫০ ফুট পরপর নদের সীমানা নির্ধারণী খুঁটি স্থাপন করতে হবে । সি এস খতিয়ান অনুযায়ী দখলদারদের তালিকা তৈরি ও উচ্ছেদ করতে হবে। আবর্জনা পরিষ্কার করতে হবে ।

 দূষণের উৎসমুখ চিহ্নিত করতে হবে । পয়োবর্জ্য এবং কঠিন বর্জ্য নদীতে ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

 খুলনা নগরের বিভিন্ন ড্রেনের বর্জ্য এই নদে ফেলার আগে অবশ্যই পরিশোধন করে নিতে হবে।  নদে স্বাভাবিক জোয়ার-ভাটা চালুর ব্যবস্থা করতে হবে। নদের দুইপাশে বনায়নের মাধ্যমে নগরীর মনোরম পরিবেশ সৃষ্টি করতে হবে।গল্লামারী সেতুর উচ্চতা বৃদ্ধি করতে হবে।উপরোক্ত যৌক্তিক দাবির সমর্থনে বৃহত্তর  আমরা খুলনাবাসী।

w

Post a Comment

Previous Post Next Post