স্টাফরিপোটার ঃ মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি। এবং সাধারণ সম্পাদক হিসাবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে- অ্যাডভোকেট মিয়াজান আলী,জিয়াউদ্দীন বিশ^াস,আব্দুস সামাদ বাবলু বিশ^াস,আব্দুল মান্নান, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে-অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। কমিটির সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
আজ সোমবার মেহেরপুর সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।