আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম(এনএটিপি) ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি নির্বাচিত সদস্যভুক্ত ১৮ জন মৎস্যচাষীকে ২০০ কেজি করে মাছের খাদ্য প্রদান করা হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা মৎস্য অফিসের সামনে মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক।
অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কুষি অফিসার লাভলী খাতুন,এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলার বিভিন্ন ্ইউপির মৎস্যচাষীবৃন্দ ও মৎস্য অফিসের স্টাফবৃন্দ।