গাংনীতে ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা

 


আমিরুল ইসলাম অল্ডাম ঃ " সচেতন চাষী,সমৃদ্ধ কৃষি " এ শ্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির বাঁশবাড়িয়াস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বালাইনাশক কোম্পানীর সিনজেনটার সহযোগীতায়

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানার সঞ্চালনায়- অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন     কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক  শামসুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য)  এ কে এম কামরুজ্জামান, সিনজেনটা কোম্পানীর জোনাল সেলস ম্যানেজার ( সাউথ)   সাজ্জাদ হায়দার খাঁন , ব্যান্ড ম্যানেজার জামাল  হায়দার।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ, বাংলা নিউজ টােয়েন্টিফাের ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর প্রতিনিধি সাহাজুল সাজু, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি লিটন মাহমুদ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারীবৃন্দ,কৃষক ও বালাইনাশক ব্যবসায়ীরা।


অনুষ্ঠানে সিনজেনটা কোম্পানীর কর্পোরেট ম্যানেজার জামাল হায়দার নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতির বিষয়গুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।

  

আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post