গাংনী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি পদে ৫ জন প্রার্থী হলেও সেক্রেটারী প্রায় ১৫ জন

 




গাংনী  উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

সভাপতি পদে ৫ জন প্রার্থী হলেও সেক্রেটারী প্রায় ১৫ জন  

স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনীতে উপজেলা আওয়ামীলীগের  ত্রি বার্ষিক কাউন্সিল (সম্মেলন) অনুষ্ঠিত হওয়ার নতুন তারিখ ঘোষিত হয়েছে আগামী ১০এপ্রিল।আসন্ন কাউন্সিলে এখন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে তেমন সাড়া পড়েনি। নিরোত্তাপ সম্মেলনের মাঠ। দীর্ঘ ১৮ বছর পর আওয়ামীলীগের কাউন্সিল  সমস্ত ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের  আওয়ামীলীগের নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে বসে রয়েছে। কিন্তু আদৌ কাউন্সিল হবে কিনা এটা নিয়ে নেতা কর্মীরা উদ্বিগ্ন।  নেতারা মনে করছেন এখনও  কাউন্সিলের অনুকুল পরিবেশ রয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগ চাইলে এবং জেলা আওয়ামীলীগ সহযোগিতা করলে এ কাউন্সিল এখনও করা সম্ভব। এখনও  শোনা যাচ্ছে  ইলেকশন নাকি সিলেকশন।নেতা কর্মীদের মধ্যে সেই চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে না। কারও মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। 

কাউন্সিলের বরাত দিয়ে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকরা জানান, আদৌ  কাউন্সিল হবে কিনা বলা যাচ্ছে না। কেন্দ্রীয় কমিটির নেতারা গেষ্ট হাউজে বসে কয়েকজন নেতা কর্মীদের নিয়ে সিলেকশনও করতে পারেন বলে মনে হচ্ছে।যে কারনে রাজনৈতিক মাঠ একবারেই ঠান্ডা। গাংনীতে এখন পর্যন্ত কারা ভোট দেবেন , কারা ভোটার কেউ জানে না।  

জানা গেছে, গাংনীতে সভাপতি পদে  ৫ জন প্রার্থী তাদের জন সংযোগ চালিয়ে যাচ্ছেন। এদও মধ্যে রয়েছেন, মেহেরপুর -২ গাংনী আসনের সাংসদ ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, সাবেক এমএনএ(এমপি) নূরুল হকের ছেলে ডা. নাজমুল হক সাগর, ও পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক প্রভাষক রিয়াজ আহমেদ। অন্যদিকে সেক্রেটারী পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক  সেক্রেটারী গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মাষ্টার, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আনরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এ্যাড, শফিকুল আলম, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মেহেরপুর জেলা কৃষক লীগের সেক্রেটারী ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। এছাড়াও অনেকের ছবি রাস্তার দুপাশে ব্যার ফেষ্টুনে থাকলে কেউ কেউ সম্মেলনে শেষ পর্যন্ত  প্রার্থী হিসাবে থাকবেন না বলে জানা গেছে। এর আগে ২০ মার্চ কাউন্সিল হওয়ার কথা ছিল।    



 



Post a Comment

Previous Post Next Post