মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় ইরা খতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ইরা খাতুন গাংনী উপজেলা শহরের থানা পাড়ার এনামুল হকের মেয়ে।
আজ বৃহস্পতিবার ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১১টার দিকে গাংনী বাজার বাসষ্ট্যান্ড এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু ইরা গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ভর্তির পরপরই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুলের স্ত্রী তার মেয়ে ইরা খাতুনকে নিয়ে রাস্তা পারাপারের উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ড্রাম ট্রাকের চালক আব্দুল্লাহ হেল্পার ছাড়াই তার ট্রাকটি রাস্তায় উঠানোর জন্য পিছনে দেয়। ট্রাকের পিছনের দিকে থাকা হিরা খাতুন ট্রাকের ধাক্কায় পড়ে যায় এবং ট্রাকের চাকা তার পা ও কোমরের উপর উঠে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।