মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউপির অন্তর্গত হাড়াভাঙ্গা গ্রামে রাতের বেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে বসতঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এসময় গৃহকর্তার আগুনে ঝলসে গেছে গোয়ালের ১ টি গরু। ধান চাল আসবাবপত্র সহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আব্দুর রশীদ সহ ৩ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার দিবাগত রা৩ ১০ টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের মোল্লাপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুর রশীদের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গৃহকর্তা আব্দুর রশীদ তার গোয়াল ঘরে মশার কয়েলের আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেওে দ্রæত ঘর থেকে বেরিয়ে প্রাষেণ বাঁচে। তবে ততক্ষণে আগুনে সব শেষ । আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছানোর আগেই ঘর পুড়ে ভস্মীভূত হয়।