মুজিবনগর সরস্বতী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু



মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কৃষি কাজের মান উন্নয়নসহ জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখতে সরস্বতী খাল পুনঃখনন করা হয়েছে। কিশোরের অবাধ সাঁতার, কৃষকের কৃষিকাজ বা স্থানীয়দের মাছ ধরার জন্য এই খাল উপযোগী হয়ে উঠেছে। মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার সুজন সরকারের সহযোগিতায় কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য একটি বোট চালিত কাঁটার মেশিনের ব্যবস্থা করা হয়। নদীর মধ্যে থাকা কচুরিপানা কেটে পরিষ্কার করা হয়েছে। এটি একটি ইঞ্জিনচালিত নৌকা, যার সামনে রয়েছে ব্লেড/পাতের তৈরী দুটি পাখনা; যখন এই ইঞ্জিনচালিত নৌকাটি চলতে থাকে, তখন নৌকার সামনে থাকা কচুরিপানা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খালের এক সময় অবস্থা এমনই হয় যে, সরস্বতী খালে কোন ব্যক্তির নৌকায় চলাচল বা কিশোরের সাঁতার কাটা বা যেকোন ব্যক্তির মাছ ধরার জন্য তা অনুপযোগী ছিল। এই কচুরিপানা অপসারণে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেয় উপজেলা প্রশাসন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় স্বরসতী খাল পুনঃ খননের কাজ শেষ হয়। আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহযোগিতায় ভিয়েতনামে প্রচলিত ‘রিভার মিলিং মেশিন’ এর সন্ধান পায়। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মোঃ মুনসুর আলম খানের তত্ত্বাবধানে আমরা স্থানীয়ভাবে ইঞ্জিনচালিত ঐ নৌকা/রিভার মিলিং মেশিন তৈরী করি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ম্যানুয়ালি সরস্বতী খাল থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে। বর্তমানে খালটি কচুরিপানা মুক্ত। রিভার মিলিং মেশিন দ্বারা এখন নিয়মিতভাবে সদ্য জন্ম নেওয়া কচুরিপানাগুলোকে অপসারণ করা সম্ভব হবে। আশা করা যায়, নিয়মিত তদারকি ও রিভার মিলিং মেশিনের মাধ্যমে সরস্বতী যে উদ্দেশ্যে পুনঃখনন করা হয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

Post a Comment

Previous Post Next Post