মেহেরপুরে গোরস্থানের জমিতে ঘর করার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

 

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের গোরস্থানের জমি দখল করে ঘর তৈরীল পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।

শনিবার বিকেলের দিকে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন, শিবপুর গোরস্থান কমিটির সভাপতি হামিদুল ইসলাম। এসময় অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, ওসমান গণি, হাফিজুল ইসলাম , রাজন আলী, আব্দুল জাব্বার, জালালউদ্দীন, সোহেল রানা প্রমুখ্  মানববন্ধনে শিবপুর গ্রামের নানা বয়সী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

 গ্রামবাসী সুত্রে জানা গেছে, প্রায় ২৭ বছর আগে আব্দুর রহমান নামের এক ব্যক্তি সদও উপজেলার কৃতৃবপুর  ইউপির শিবপুর গোরস্থান সংলগ্ন ১০ শতক জমি গোরস্থানের নামে দান করেন।ঐ ঘটার পর মওলা ব্কস নামের অন্য এক ব্যক্তিসরকারী খাস জমি বন্দোবস্ত নিয়ে বলে নিজেকে জমির মালিক দাবি করে। পরবর্তীতে মওলা বক্স একই গ্রামের বজলুর রহমানের কাছে গোপনে বিক্রি কওে দেন। এদিকে বজলুর রহমান ঐ জমিতে ঘর করার জন্য প্রস্তুতি গ্রহন করায় গ্রামবাসী ফুঁসে উঠেছ্ ে। সেখানে কোন ঘর না করতে মানববন্ধন করেছে গ্রামবাসী। 




Post a Comment

Previous Post Next Post