রাখে আল্লাহ, মারে কে?

 

রাখে আল্লাহ, মারে কে?’ ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, ৮২বছরের বৃদ্ধা ১৯ তলা থেকে পড়ে গেলেও সৌভাগ্যক্রমে মাটিতে না পড়ে বারান্দার রেলিংয়েই আটকে ছিলেন। আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন তিনি। এভাবে তার ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।ওই বৃদ্ধা বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ১৯ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৮ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‍্যাকে আটকে যায় তার পা। তখন তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৭ তলায় ঝুলতে থাকে।

পরে উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারীদের একটি দল ১৮ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৭ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি।

 

Post a Comment

Previous Post Next Post