বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু

image_317436

kbdnewsডেস্ক:  বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। একদিনে মারা গেছে সাড়ে আট হাজারের বেশি মানুষ। শনাক্ত পাঁচ লাখ ৪৯ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ১৮ কোটি ৯১ লাখ। এদিকে স্পেনে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। করোনার ডেল্টা ধরনে ২০ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে ব্যাপক সংক্রমণ বাড়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

বার্সেলোনা, সিটেজস, সালাউসহ বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে বেসামাল পরিস্থিতিতে পড়েছে ইন্দোনেশিয়াও। হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বুধবার দেশটিতে মারা গেছে প্রায় এক হাজার মানুষ। এদিকে ভারতে মৃত্যুহার কিছুটা কমলেও সংক্রমণ কিছুটা বেড়েছে। একদিনে দেশটিতে প্রাণ গেছে পাঁচশ ৮০ জনের। শনাক্ত ৪১ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়ায় দেয়া হয়েছে নতুন নির্দেশনা। ৩০ জুলাই পর্যন্ত আংশিক লকডাউন দেয়া হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post