ইসরাইলের হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে ওই দুর্ঘটনা ঘটে

israel agun

Kbdnews  ডেস্ক : ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে।স্থানীয় সময় শুক্রবার বিকালে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে ওই দুর্ঘটনা ঘটে।খবর জেরুজালেম পোস্ট ও তেহরান টাইমসের।তেল শোধনাগারের

ইসরাইলের  হাইফা নগরীর

জরুরি বিভাগের কর্মীরা প্রথমে আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।  তবে, ইসরাইলের গণমাাধ্যম জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ লাইন ভেঙে গেছে।  এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষয়ক্ষতি ও য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post