kbdews ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৭০ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ১৩২ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১১ লাখ ৪২ হাজার ১৬৭ জনের। আর আক্রান্ত হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন। তবে সুস্থ হয়েছে ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০ জন। করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ৯৭৩ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৮১ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৬৮৩ জন করোনায় মারা গেছে। এ সময় আক্রান্ত হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩৩৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেঙ্েিকাতে।