দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫১২ বোতল ফেনসিডিল উদ্দার করেছে। এসময় পুলিশ কাভার্ডভ্যানসহ সুলতান (৩০) নামে একজনকে আটক করেছে।
সুলতান ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের শুকচাঁদের ছেলে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, রোববার সন্ধ্যায় গোপন খবর পেয়ে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া নামক স্থানে লেবু বোঝাই ঢাকা মেট্রো-ন-১৩-৩৫৭৫ কাভার্ডভ্যানটি তল্লাশি চালিয়ে ৪টি বস্তা ভর্তি ৫১২ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।