মিয়া পারভেজ আলম মোলস্নাহাট প্রতিনিধি : মোল্লাহাটে বাসত্মবাড়ির সীমানা বিরোধ নিয়ে পাশা-পাশি দুই পরিবারের ঝগড়াকালে রাম দা’র কোপে নুর আমিন খাঁ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামারগ্রামে ঝগড়াকালে রাম দা’র কোপে যখম হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে বুধবার সকালে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নুর আমিন খাঁ কামারগ্রামের লোকমান খার ছেলে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়-কামারগ্রামের লুকমান খাঁ’র পরিবারের সঙ্গে মৃত মিটু শেখের পরিবারের বাসত বাড়ির সীমানা সংক্রানত্ম বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুই পরিবারের ঝগড়া হয়। ওই সময় মিটু শেখের ছেলে আতি শেখ (২৪) রাম দা দিয়ে কুপিয়ে যখম করে লুকমান খার ছেলে নুর আমিন শেখকে। এরপর গুরুতর যখমী নুর আমিনকে দ্রত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। অবস্থা আশংকা জনক হওয়ায় ওই রাতেই খুমেক হাসপাতালে প্রেরণ করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক। খুমেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে লাশ ময়না তদনত্ম পূর্বক বাড়িতে আনা হয়। বুধবারই বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নুর আমিনের দাফন সম্পন্ন হয়।
মোলস্নাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর বলেন-তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং যথাযথ আইনানুগ ব্যবস্থ্যা গগ্রহণ করবেন।