স্টাফরিপোটার : গাংনীতে ৪২৬ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী হাড়াভাঙ্গা মোল্লা পাড়ার মজিবর রহমানের ছেলে সুমন হোসেন (২৮) ও একই গ্রামের সেন্টার পাড়ার রুহুল আমিনের ছেলে মিন্টু মিয়া (৩০) নামের দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭ টার সময় বালিয়াঘাট ভোলারদাড় নামক গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,দু’ মাদক ব্যবসায়ী আলগামন যোগে ফেনসিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম ও কনষ্টেবল খায়রুল ইসলাম অভিযান চালিয়ে মাদক পাচার কারীদের আটক করে। এ সময় ট্রলিগাড়ী থেকে ৪২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দু’জনকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে কারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।