আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীর হেমায়েতপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী সহ ৪ জনকে আটক করেছে হেমায়েতপুর ক্যাম্পের পুলিশ।আটক কৃতরা হলেন হেমায়েতপুর গ্রামের ইউসুব আলীর ছেলে কিতাব আলী, রুয়েরকান্দি গ্রামের ফিরোজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, চাঁদপুর স্কুল পাড়ার মোজাম্মেল হকের ছেলে জাব্বারুল ইসলাম ও চুয়াডাঙ্গা শহরের স্টেশন পাড়ার আসাদুল হকের মেয়ে শান্ত খাতুন। গতকাল মঙ্গলবার রাতে এঘটনা ঘটে।হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এস আই সৈয়দ ফরহান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অত্র থানাধীন হেমায়েতপুর প্রত্যাশা বিদ্যানিকেতন এর পার্শ্ববর্তী একটি নির্মানাধীন ভবনের মধ্যে আসামীরা অশালীন অবস’ায় অসামাজিক কর্মকান্ডে লিপ্ত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার রাত্রি ১১.০০ টার দিকে ঘটনাস’লে পৌছায়।এসময় ঘটনা স’ল থেকে আসামীদেরকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস’ায় হাতে নাতে আটক করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।