মোল্লাহাটে ধর্ষণ মামলা প্রত্যাহারে আসামী পক্ষের হুমকীতে নিরাপত্তাহীন গৃহবধূ

মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি:  মোল্লাহাটে ৬ মাসের অন্তসত্বা এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারে বাধ্য করতে দুর্দান্ত আসামী পক্ষের অব্যাহত হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় বাদী (গৃহবধূ)। উক্ত ঘটনায় নিরাপত্তাহীনতা ও লোক-লজ্জায় স্বামীর বাড়ি ছেড়ে প্রায় ১০ কিলোমিটার দুরে এক আত্নীয়র বাড়িতে আশ্রয় নিয়েও চরম ভীতসন্ত্রস’ ভিকটিম।
অসহায় গৃহবধূ এবং তার আশ্রয়দাতা জানান-উপজেলার রাজপাট গ্রামের ওই গৃহবধূর স্বামী কাজের তাগিদে মাঝে মধ্যে বিলম্বে বাড়িতে ফেরেন। ঘটনার দিন গত ৩০/১০/১৯ ইং স্বামীর অনুপসি’তিতে ওই বাড়িতে ঢুকে অন্তসত্বা গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বব ধর্ষণ করে প্রতিবেশী বেনজির ফরাজী (৫৮)। ওই ঘটনায় গৃহবধূর বাদীত্বে মোল্লাহাট থানায় মামলা হওয়ায় জেল হাজতে আছেন বেনজির ফরাজী। এদিকে বেনজির ফরাজীর ছেলে বিপুল, লিমন ও গণি ফরাজীসহ তাদের কয়েক আত্নীয় ওই গৃহবধূকে অব্যাহত হুমকী দিচ্ছে মামলা প্রত্যাহারে বাধ্য করতে। আসামীদের ভয়ে ও লোক লজ্জায় গৃহবধূ ওই গ্রাম ছেড়ে তার এক আত্নীয়র বাড়িতে আশ্রয় নিয়েও মিলছেনা মুক্তি। ওই বাড়িতে গিয়ে এবং মোবাইল ফোনে আসামী পক্ষ বারংবার হুমকী দিচ্ছে। এমনকি আশ্রয়দাতা আত্নীয়কেও মিথ্যা মামলায় হয়রনী করবে বলেও ভয়ভীতি দিয়ে চলেছে দুর্দান্ত আসামী পক্ষ। এমতাবস’ায় জীবনের নিরাপত্তাসহ দ্রুত যথাযথ বিচার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস’ক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী।

Post a Comment

Previous Post Next Post