বর্তমান আওয়ামীলীগের সরকার কৃষি বান্ধব সরকার গাংনীতে বৃক্ষমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকন

Gangni Agriculture Mela PicGangni Agriculture Mela Pic1

আমিরুল ইসলাম অল্ডাম:  বর্তমান আওয়ামীলীগের সরকার কৃষি বান্ধব সরকার। আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষকের ভাগ্যের উন্নতি হয়।দেশ সবুজে ভরে যায়। কৃষককে সারের জন্য লাইন দিতে হয় না, গুলি খেয়ে মরতে হয় না।পরিবেশ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ কওে যাচ্ছে। গাংনীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন, মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গণ মানুষের নেতা মোহাম্ম্‌দ সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা পরিষদ চত্বরে ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার ’ এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি সহকারে এসে মেলা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গণ মানুষের নেতা মোহাম্ম্‌দ সাহিদুজ্জামান খোকন ফিতা কেটে ফলদ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের উপসি’তিতে বিশেষ অতিথি হিসাবে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা আ.লীগের সা্‌ধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপসি’ত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গণ মানুষের নেতা মোহাম্ম্‌দ সাহিদুজ্জামান খোকন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সা্‌ধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি আব্দুল হালিম প্রমুখ।এসময় অন্যান্যদেও মধ্যে উপসি’ত ছিলেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, মনিরুজ্জামান আতুসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ,যুবলীগ, ছাত্রলীগসহ গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম উপসি’ত ছিলেন। আলোচনার শুরুতেই ফলদ বৃক্ষমেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন,
উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ।আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এসময় কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক,নার্সারী মালিকসহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপসি’ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post