স্টাফরিপোটার : বিজয় হোসেন (২৭) নামের গাংনীর এক অটো চালককে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া-শ্যামপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত বিজয় হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হাকিম ডাক্তারের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজম আলী জানান,অটোচালক বিজয় হোসেনকে জবাই করে হত্যার পর অটো নিয়ে পালানোর সময় ঐ এলাকার টহল পুলিশ দেখে অটো ফেলে দুজন পালিয়ে গেলেও গাংনী উপজেলার বাওট গ্রামের কামাল হোসেনের ছেলে রকিকে গ্রেফতার করা হয়। পরে গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় স’ানীয়দের হাতে আটক হয় গাংনী উপজেলার মাঝের গ্রামের জালাল উদ্দীনের ছেলে ইব্রাহীম (২৫)। এছাড়া হত্যাকান্ডে জড়িত গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আশার ছেলে নাজমুল পলাতক রয়েছে। স’ানীয় ও পুলিশের একটি সূত্র জানায়,রকি,নাজমুল ও ইব্রাহীম তিনজন দৌলতপুর এলাকায় যাওয়ার নাম করে বিজয়ের অটো ভাড়া করে। দৌলতপুর এলাকায় যাওয়ার পথে নির্জন মাঠে বিজয়কে জবাই করে হত্যা করার পর অটো ছিনতায়ের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়েছে।