কুষ্টিয়ায় গৃহপরিচারিকা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন

কুষ্টিয়ায় গৃহপরিচারিকা হত্যা

দন্ডপ্রাপ্ত ৩ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ:   কুষ্টিয়ায় গৃহপরিচারিকা রেখা হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপসি’তিতে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন জেলার দৌলতপুর উপজেলার শিতলীপাড়া গ্রামের মৃত লস্কার মালিথার ছেলে মোফাজ্জেল হোসেন মুফাজ ও আকরামুল হক আকেম এবং ভেড়ামারা উপজেলার মইশাডরা গ্রামের মৃত নজের আলীর ছেলে হাসেম সরদার।
আদালত সূত্রে জানা যায়, রেখা খাতুন দৌলতপুর উপজেলার শিতলীপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মোফাজ্জেল হোসেনের মেয়ে শিরীনার সাথে একই গ্রামের ছোটনের অবৈধ সম্পর্কের মেলামেশা রেখা খাতুন দেখে ফেলে। লোক জানাজানি হবে ভেবে শিরীনার বাবা মোফাজ্জেল হোসেন রেখা খাতুনকে হত্যার পরিকল্পনা করে। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রেখা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পাশ্ববর্তী একটি শরিষা ক্ষেতে ফেলে রাখে। এই ঘটনায় নিহতের স্বামী রুস্তম আলী ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে থানা পুলিশ ২০১৫ সালের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানিন্তে আদালত এই রায় ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post