কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ: কলা গাছ কাটাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় মহিবুল মন্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিবুল বালিরদিয়া গ্রামের জামাত মন্ডলের ছেলে।
নিহতের মামা মইনুল হক জানান, বুধবার বিকেলে কলাগাছ কাটাকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে শালিশ চলাকালে প্রতিপক্ষ পল্টু/তাহের গ্রুপের লোকজন মহিবুলকে মারধর করে। গুরুতর আহতাবস’ায় পরিবারের লোকজন মহিবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস’ার অবনতি হলে রাতে মহিবুলকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
মহিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।