গাংনী(মেহেরপুর)সংবাদদাতা ঃ গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাফিজুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা লুট ও মালামাল তসরুপাত করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৭ টায় উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন,একই গ্রামের ওমর আলীর ছেলে কাউছার আলী,তার বাবা ওমর আলী,মা সাহেদা খাতুন,আলেকের ছেলে একরামুল,ইছাহাকের ছেলে নাহারুল ও আবু জেহেলের ছেলে সিরাজ তার দোকানে হামলা চালিয়ে নগদ ১লক্ষ টাকা লুট ও ২০ হাজার টাকার মালামাল তসরুপাত করে। তিনি আরো জানান,এ ঘটনা গাংনী থানায় জানানো হলে স’ানীয়দের সাথে নিয়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষকে সোমবার থানায় ডাকা হলেও প্রতিপক্ষরা থানায় না এসে উল্টো আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন,ভবানীপুর গ্রামের জাফর আলী,রামনগর গ্রামের ইউসুফ আলী ও রেজাউলের সাথে ৯ বিঘা জমি বিক্রয়ের জন্য বায়না নামা চুক্তি করা হয়। সে মোতাবেক জমি রেজিষ্টি করে দেওয়ার কথা বললে দোকানে হামলা,লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটানো হয়। হাফিজুল ইসলাম আরো জানান, প্রতিপক্ষরা আমার নিকট আত্মীয় ও জমির শরিকানা হওয়ায় তাদের বায়না নামা চুক্তির সাথে তিনিও চুক্তি নামায় স্বাক্ষর করেছেন। এছাড়া ঐ জমির মামলা মোকদ্দমা চালাতে অন্তত ৭ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। একরামুল গং দাবি করে বলেন,তারাই হামলার শিকার হয়েছেন।
আমিরুল ইসলাম অল্ডাম
গাংনী,মেহেরপুর