খুলনায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেফতার

খুলনায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনায় ওয়ান শুটার গানসহ রাজীব হোসেন (২৪) নামের এক যু্‌বককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার খানজাহান আলী থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজীব খানজাহান আলী থানাধীন যোগীপোল ৭নং ওয়ার্ডের সুলতান সরদারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, ‘মহানগরীর খানজাহান আলী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর রাতে খানজাহান আলী থানাধীন যোগীপোল থেকে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব হোসেনকে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করা হয়।’
তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে গ্রেফতারকৃত রাজীবের বিরুদ্ধে খানজাহান আলী থানায় একটি ডাকাতি ও একটি চুরির মামলা এবং আড়ংঘাটা থানায় একটি খুনের মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

Post a Comment

Previous Post Next Post