|
আজ রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠান চলাকালে ইব্রাহিম হোসেন নামের এক ছাএলীগ কর্মী ভুমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা মারামারি থামাতে ছাএলীগ কর্মী ইব্রাহিম কে গ্রেফতার করে । এতে স্টেডিয়ামে উপস্থিত ছাএলীগ কর্মীরা ইব্রাহিম কে ছাড়াতে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে জোরপৃর্বক ছাড়িয়ে নিতে চেষ্টা করে এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এক পর্যায়ে সদর থানার ওসিকে ধাক্কা দিলে তিনিসহ আরও ২ জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় জেলা ছাএলীগ সভাপতি বাধন সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ । এ ঘটনায় মেহেরপুর সদর থানার এসআই আব্দুল আলিম বাদি হয়ে জেলা ছাএলীগের সভাপতি আব্দুস সালাম বাধন সহ আটজনের নাম উল্লেখ্ করে মামলা করেছে পুলিশ । এ মামলায় এসআই রফিকুল ইসলাম কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে । মামলায় বাধন, ইব্রাহিম শিশির ও আশিক কে আটক দেখানো হয়েছে । চারজন আসামী পলাতক রয়েছে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে । মামলা দায়েরের পর বাধনসহ চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।