মেহেরপুরে কোর্ট রোডে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই

ছিনতাই
মেহের আমজাদ,মেহেরপুর  : (০৮-১১-১৮) :মেহেরপুর শহরের কোর্ট রোডে একটি দোকানে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাই করে পালিয়ে গেছে ২ যুবক।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোর্ট রোডে রাজ্জাক এনন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের দোকানে এ ঘটনা ঘটে। জানা গেছে দোকান মালিক নজরুল ইসলাম তার পুত্র সিজানকে দুপুরে দোকানে বসিয়ে রেখে বাড়িতে খেতে যায়। এসময় ২ যুবক মোটর সাকেল যোগে এসে সিজানের পেটে ধারালো অস্ত্র ঠেকিয়ে ক্যাশের চাবি চাই। তার কাছে চাবি নেই বলে জানালে যুবকদ্বয় ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ প্রায় ১২ হাজার টাকা নিয়ে দ্র্রত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এস আই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থ’ল পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post