কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করেছে।
শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার বেলা ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বেলা ৩টার দিকে জেলা পুলিশ কন্টোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে দৌলতপুরে ১৮ জন, কুমারখালীতে ৫ জন, মিরপুরে ৬ জন, কুষ্টিয়া মডেল থানায় ৫ জন, ইবি থানায় ২ জন, ভেড়ামারায় ১ জন এবং খোকসায় থেকে ১ জন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশ মাদককের উপর জিরো টলারেন্স গ্রহণ করেছে।