খুলনায় মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

 

খুলনা ব্যুরো:  রূপসা ঘাটে ফারহান সুমন (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় মো. আলামীন (১৮) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাসস্থ’লে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরে বিদ্ধ হলে ঘটনাস’লে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তি ঘাড় ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। এসময় একজন পথচারী আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে।

 

 

Post a Comment

Previous Post Next Post