গাংনীতে শিশু ধর্ষকের বিচার দাবীতে নাগরিক সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


স্টাফরিপোটার : মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ধর্ষণের অভিযুক্ত ধর্ষক তাহাজ উদ্দীনের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে গাংনীর নাগরিক সমাজ ।পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Human Chain Nagorik Shomaj Pic

আজ রবিবার সাড়ে ১০ টার সময় আধা ঘন্টা ব্যাপি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন করে তারা।
এসময় গাংনী উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক , সাংস্কৃতিক

শিশু ধর্ষকের বিচার সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহকারী সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, প্রভাষক রমজান আলী, গাংনী পাইলট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, পীরতলা সরকারী

Human Chain Nagorik Shomaj Pic4

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বেচ্ছাব্রতী নেতা আব্দুল হাদি, যুব সমাজের প্রতিনিধি মিন্টু, শামীম, তুরিনসহ প্রায় ৪ শতাধীক যুবক-যুবতী মানব বন্ধনে অংশ নেয়। এসময় হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করে। হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা দুলাল, ম্যানেজিং কমিটির সভাপতি আমানুল্লাহ, সহসভাপতি শাজাহান আলী, স’ানীয় ইউপি সদস্য জেকের আলীসহ গ্রামবাসিরা উপসি’ত ছিলেন।

Human Chain Nagorik Shomaj Pic3

হিন্দা মাঠপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে তাহাজ উদ্দীন গত ৭ সেপ্টেম্বর বিকালে হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে তার মেয়ে নাজমার বান্ধবীর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানালে স’ানীয়রা ধর্ষকের বাড়িতে যায়। এসময় ধর্ষক তাহাজ উদ্দীন পালিয়ে যায়। পরদিন সকালে ধর্ষিতা মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সমপন্ন করেন। এ বিষয়ে

Human Chain Nagorik Shomaj Pic2

গাংনী থানায় একটি মামলা হয়েছে। মামলার নং ৯, তারিখ ০৯/০৯/১৮ ইং।

উল্লেখ্য, লম্পট ধর্ষক তাহাজের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ধর্ষনের অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি ধর্ষন মামলায় জেল হাজত থেকে জামিনে এসে আবারও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী।ধর্ষক বর্তমানে পলাতক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post