মেহেরপুরে হিরোইন রাখার অপরাধে এক যুবকের ২ বছরের কারাদন্ড

হিরোইন
 কারাদন্ডপ্রাপ্ত হুসাইন মাহামুদ চন্দন।

Kbdnews : (০১-০৮-১৮) হিরোইন রাখার অপরাধে হুসাইন মাহামুদ চন্দন নামের এক যুবককে ২ বছরের কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত চন্দন মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী গ্রামের জিনারুল ইসলামের ছেলে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম ওই আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুরের গাংনী থানার এসআই একরামুল হুসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বামুন্দী-নিশিপুর সড়ক থেকে হুসাইন মাহামুদ চন্দনকে আটক করে। ঐ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯ এর ১৯(১) এর টেবিলের ১(ক) ধারা গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৬/সেশন কেস নং-৪১/১৫। জিআর কেস নং-২১৪/১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামী দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ২ বছর কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দেন। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে এ্যাড. শফিকুল আলম আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

Post a Comment

Previous Post Next Post