ছবি- এম এম আমজাদ,= ডিবি পুলিশের মাঝে আটক মটরসাইকেল চোর গ্রুপের মূল হোতা কালু।
ছবি- এম এম আমজাদ, উদ্ধারকৃত চোরাই মটরসাইকেল।
এম এম আমজাদ,:(৩১-০৮-১৮) মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র)একটি টিম অভিযান চালিয়ে মটরসাইকেল সহ চোর গ্রুপের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ টি চোরাই মটরসাইকেল। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পিরোজপুর গ্রামের কালু ( ৪৫), মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জিন্নাত আলী বিশ্বাস (৫৩), জিনারুল ইসলাম সর্দ্দার (৪০) ও আবু বক্কার সিদ্দীক (৪০)। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে এদের কে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার পিরোজপুর গ্রামে ও মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালিয়ে মটরসাইকেল চোর গ্রুপের এসব সদস্যদের গ্রেফতার ও ৬ টি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মটরসাইকেলগুলো হচ্ছে- বাজাজ কুষ্টিয়া হ-১১-৩৮১৩, হিরো হোন্ডা স্পিলিন্ডার চুয়াডাঙ্গা হ-১১-৩৭১৩, বাজাজ ঢাকা মেট্রো হ-৩৯-৫৯০৮, ডিসকভার ঢাকা মেট্টো ল-১৭-৩৫৫১ সহ নম্বর বিহিন ১টি ডিসকভার ও ১টি হিরোহোন্ডা মোটর সাইকেল উদ্বার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
মেহের আমজাদ # মেহেরপুর # ০১৯১৪৫১৮৫৬০